১. সালাতে সিজদায় এবং শেষ বৈঠকে তাশাহহুদের পর।
২. কদরের রাতে ও আরাফার দিনে।
৩. রমাদান মাসে দু‘আ করা।
৪. আযানের সময়, আযান ও ইকামতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময়।
৫. জুমু‘আর দিনে ইমামের মিম্বরে বসা হতে সালাত শেষ হওয়া পর্যন্ত সময়।
৬. শেষ রাতে এবং ফরয সালাতের পর।
৭. বৃষ্টির সময়।
৮. কারও মৃত্যুর পর মানুষের দু‘আ।
৯. পবিত্র হয়ে ঘুমানোর পর রাতে উঠে দু‘আ করা।
১০. অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দু‘আ করা।
১১. যুলুমকারীর উপর মাযলুমের দু‘আ।
১২. সন্তানের জন্য পিতা-মাতার দু‘আ।
১৩. মুসাফিরের দু‘আ।
১৪. সিয়াম পালনকারীর ইফতারের সময় দু‘আ।
১৫. বিপদগ্রস্ত ব্যক্তির দু‘আ।
১৬. ন্যায়পরায়ণ শাসকের দু‘আ।
১৭. ছোট ও মধ্য জামরায় কঙ্কর নিক্ষেপের দু‘আ।
১৮. কা‘বার ভেতরে দু‘আ করা।
১৯. সাফা-মারওয়া পাহাড়ের উপর দু‘আ করা।
২০. আল্লাহর রাস্তায় (জিহাদ) সৈন্যদের অগ্রসর হওয়ার সময়।
মূলত মুমিন ব্যক্তি যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক সদা-সর্বদা আল্লাহর নিকট বিনয়ের সাথে দু‘আ করবে। তবে উল্লিখিত সময়, স্থান ও অবস্থা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।