পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৯. ৮. ৩. ২. এহুদা রাজ্যের বাদশাহকে হত্যা
‘‘যা ঘটেছে তা দেখে এহুদার বাদশাহ অহসিয় বৈৎ-হাগগানের পথ ধরে পালিয়ে গেলেন। যেহূ তাঁর পিছনে তাড়া করে যেতে যেতে চিৎকার করে বললেন, ‘ওকেও মেরে ফেল। তখন লোকেরা যিবলিয়মের কাছে গূর নামে উঠবার পথে অহসিয়কে তার রথের মধ্যে আঘাত করল, কিন্তু তিনি মগিদ্দোতে পালিয়ে গেলেন আর সেখানেই মারা গেলেন।’’ (২ বাদশাহনামা ৯/২৭)