পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৯. ৭. ৭. যুদ্ধবন্দির প্রতি আচরণের বাইবেলীয় আদর্শ
সুপ্রিয় পাঠক, উপরের আলোচনা থেকে নিরস্ত্র নাগরিক ও যুদ্ধবন্দিদের বিষয়ে বাইবেলের নির্দেশনা জানতে পেরেছেন। মূল নির্দেশ সবাইকে নির্বিচারে হত্যা করতে হবে। পরাজিত জাতির পলায়নপর যোদ্ধা, অযোদ্ধা, নারী, পুরুষ সবাইকে হত্যা, যুদ্ধের পরে বেঁচে থাকা যুদ্ধবন্দি সৈন্যদের ছাড়াও অযোদ্ধা ও নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুদের হত্যা। হত্যার ক্ষেত্রে সম্মানজনক মৃত্যুর কোনো সুযোগ নেই। হত্যার পরেও সম্মানজনক সৎকারের সুযোগ নেই। যুদ্ধবন্দি সৈন্য, নাগরিক, সেনাপতি ও রাজাদের বিষয়ে বাইবেলীয় নির্দেশনা পায়ের আঙুল কেটে, গলায় পা রেখে, নির্মমভাবে কেটে টুকরো করে... হত্যা কর, গাছে ঝুলাও এবং ছুঁড়ে ফেল! মৃতদেহের প্রতি ন্যূনতম সম্মানপ্রদর্শনও নেই। হত্যার সময়েও ন্যূনতম মানবতা প্রদশন করা যাবে না। বাইবেলের সর্বত্রই এ নির্দেশ, নির্দেশনা ও আদর্শ। কয়েকটা নমুনা দেখুন: