পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৯. ৭. ৬. ১. কোনো ‘কারণ’ ছাড়াই একটা দেশের সবাইকে হত্যা ও দখল
বাইবেলের মধ্যে এ জাতীয় আরো অনেক ঘটনা বিদ্যমান যা প্রমাণ করে যে, দখল ও হত্যা-ই মূল নির্দেশ: কোনো অজুহাত থাক বা না থাক। এরূপ একটা ঘটনা:
‘‘দান-গোষ্ঠী তাদের ভাগের জায়গাটার সবটুকুর দখল নেয়নি বলে তাদের পক্ষে জায়গাটা ছোট হয়েছিল। সেই জন্য তারা লেশম শহরটা আক্রমণ করে সেখানকার লোকদের হারিয়ে দিল এবং সবাইকে হত্যা করে তা দখল করল। তারা লেশমে বাস করতে লাগল এবং তাদের পূর্বপুরুষদের নাম অনুসারেই সেই জায়গাটার নাম রাখল ‘দান’।’’ (ইউসা ১৯/৪৭)