পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৯. ৪. ৬. যুদ্ধ ও হত্যায় অনাগ্রহী ধার্মিক অভিশপ্ত
বাইবেলের চেতনায় যুদ্ধ ও হত্যা ঈশ্বরের প্রধান কর্ম। তরবারিকে রক্তাত্ত করা ঈশ্বরের প্রিয় কর্ম। যে ব্যক্তি তরবারি দ্বারা হত্যা ও রক্তপাতে নিরুৎসাহী সে অভিশপ্ত। ‘‘শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে শিথিলভাবে সদাপ্রভুর কাজ করে; শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে আপন খড়্গকে রক্তপাত করিতে বারণ করে।’’ মো.-০৬: ‘‘আমার কাজে যে লোক ঢিলেমি করে তার উপর বদদোয়া পড়ুক। যে তার তলোয়ারকে রক্তপাত করতে দেয় না তার উপর বদদোয়া পড়ুক।’’ (যিরমিয়/ ইয়ারমিয়া ৪৮/১০)
পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো নির্দেশনা দেখব। আমরা দেখব, যদি ঈশ্বরের প্রজারা দেশ দখল ও গণহত্যায় ত্রুটি করেন বা মানবতা প্রদর্শন করেন তবে শত্রুদেরর জন্য নির্ধারিত শাস্তি প্রজারাই পাবেন: ‘‘তখন আমি তোমাদের প্রতি তা-ই করব যা আমি তাদের প্রতি করব বলে ঠিক করে রেখেছিলাম।’’ (শুমারী ৩৩/৫৬)