পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৯. ৩. ১. ৫. ঈশ্বরের বিষয়ে অভিযোগের কারণে গণহত্যা
বনি-ইসরাইলের মানুষেরা কষ্টের কারণে অভিযোগ পেশ করে। এতে ক্রোধে জ্বলে উঠে ঈশ্বর তাদের একাংশকে পুড়িয়ে মারেন: ‘‘বনি-ইসরাইলদের যে সব দুঃখ কষ্ট হচ্ছিল তা নিয়ে তারা মাবুদের সামনে চেঁচামেচি করতে লাগল (when the people complained যখন মানুষেরা অভিযোগ করল); তা শুনে মাবুদ রেগে গেলেন। তাঁর পাঠানো আগুন তাদের মধ্যে জ্বলতে লাগল এবং ছাউনির কিনারার কিছু লোককে পুড়িয়ে মারল।’’ (শুমারী/ গণনাপুস্তক ১১/১)