পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ২. ৭. চারপেয়ে পাখি বা পতঙ্গ
লেবীয় ১১/২০-২১: ‘‘চার পায়ে হাঁটা সমস্ত পতঙ্গ/পাখি তোমাদের পক্ষে ঘৃণার বস্ত্ত। তবুও চার পায়ে হাঁটা পাখাবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে লাফ দেবার জন্য যাদের পায়ের নলী দীর্ঘ তারা তোমাদের খাদ্য হবে।’’ (মো.-১৩)
এখানে কিং জেমস বলছে: ‘‘All fowls that creep, going upon all four: চার পায়ে হাঁটা সকল পাখি।’’ কিন্তু রিভাইজড স্টান্ডার্ড ভার্শন পাখির বদলে পতঙ্গ লেখেছে: ‘‘All winged insects that go upon all fours: চার পায়ে হাঁটা সকল পতঙ্গ।’’ উভয় ক্ষেত্রেই কথাটা বাহ্যত ভুল। কারণ বাস্তবে চতুষ্পদ কোনো পাখি বা পতঙ্গ নেই। পাখির ২টা এবং পতঙ্গগুলোর ছ’টা বা আটটা পা থাকে।