বাইবেলের বর্ণনা অনুসারে বিশ্বের সৃষ্টি হয়েছিল খ্রিষ্টপূর্ব ৪০০৪ সালে। তাহলে ২০১৫ সালে মহাবিশ্বের বয়স ৬০১৯ বছর। একে গবেষকরা হাস্যকর ও অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। ডোনাল্ড মরগান (Donald Morgan) লেখেছেন:
Some biblicists contend that biblical chronology fixes the date of creation at 4004 B.C. thereby making the earth about six thousand years old. Some present-day creationists stubbornly adhere to a young earth timetable in spite of overwhelming evidence that the earth is actually billions of years old.
‘‘কিছু বাইবেল বিশারদ বলে থাকেন যে বাইবেলীয় ঘটনাক্রম খ্রিষ্টপূর্ব ৪০০৪ সালকে সৃষ্টির তারিখ হিসেবে নির্ধারণ করে যার ফলে পৃথিবীর বয়স দাড়ায় প্রায় ছয় হাজার বছর। এ বিশ্ব যে বিলিয়িন বিলিয়ন বছর পূর্বে সৃষ্ট সে ব্যাপারে অগনিত প্রমান থাকা সত্ত্বেও বর্তমান যুগের কোন কোন সৃষ্টিতত্ত্ববিদ এ বিশ্বকে অল্পবয়সী বলে প্রমাণের জন্য মরিয়া।’’[1]