পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ১৯. ২. পাথর ও কাঠেরও কুষ্ঠরোগ হয়!
বাড়িঘর, পাথর ও কাঠেরও কুষ্ঠরোগ (leprosy) হয়। এখানেও আমরা ইংরেজির অনুসরণে কেরি ও কিতাবুল মোকাদ্দস-২০০৬-এর সমন্বয়ে অনুবাদ করব:
‘‘কোন বাড়িতে আমি যদি কুষ্ঠরোগের মহামারি/ সংক্রমণ (the plague of leprosy: কুষ্ঠরোগের কলঙ্ক: ছড়িয়ে পড়া ক্ষয়-করা ছাৎলা পড়বার) ব্যবস্থা করি, তবে ঘরের মালিক ইমামের কাছে গিয়ে বলবে, ‘আমার বাড়িতে একটি মহামারি/ সংক্রমণ/ কলঙ্ক (a plague: ছাৎলা পড়বার মত কি একটা) দেখতে পাচ্ছি। .... আর দেখ, যদি ঐ ঘরে কলঙ্ক বাড়িয়া থাকে, তবে সেই ঘরে সংহারক কুষ্ঠ আছে (it is a fretting leprosy in the house), সেই গৃহ অশুচি।’’ ( লেবীয় ১৪/৩৪-৪৪)