পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ৬. ২৭. রক্তপানের শাস্তি মৃত্যু
‘‘কোনো ইসরাইলীয় কিংবা তাদের মধ্যে বাস করা অন্য জাতির কোন লোক যদি রক্ত খায় তবে তার দিক থেকে আমি আমার মুখ ফিরিয়ে নেব এবং তার জাতি থেকে তাকে মুছে ফেলব...।’’ (লেবীয় ১৭/১০, ১২)
বাইবেলে রক্তপান এভাবে নিষিদ্ধ হলেও খ্রিষ্টানরা ধর্মীয় অনুষ্ঠানে (sacraments) যে মদ বা জুস পান করেন তা যীশুর প্রকৃত রক্ত হিসেবেই তারা পান করেন এবং তা প্রকৃতই যীশুর রক্ত বলে তারা বিশ্বাস করেন। (যোহন ৬/৫৩-৫৮)