পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ৬. ২১. ভিন্নধর্মের নবী ও ভণ্ড নবীদের হত্যা করতে হবে
ঈশ্বর বলছেন: ‘‘তবুও যদি কেউ নবী হিসাবে কথা বলে তবে তার নিজের মা-বাবা তাকে বলবে, ‘তোমাকে মরতে হবে, কারণ তুমি মাবুদের নাম করে মিথ্যা কথা বলেছ।’ সে নবী হিসাবে কথা বললে পর তার নিজের মা-বাবা তাকে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে হত্যা করবে।’’ (জাকারিয়া/সখরিয় ১৩/৩)