পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ৬. ৯. ভাবিকে বিবাহ করলে মৃত্যুদণ্ড না সন্তানহীনতা?
বাইবেল বলছে: ‘‘ভাই জীবিত থাকা অবস্থায় যে তার স্ত্রীকে বিয়ে করে সে একটা জঘন্য কাজ করে। এতে সে তার ভাইয়ের অসম্মান করে। তাদের কোন সন্তান হবে না।’’ (লেবীয় ২০/২১)
এর অর্থ কী? ভাই জীবিত থাকা অবস্থায় তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিবাহ করলে এ দুজনের মৃত্যুদণ্ড হবে? না তারা নিঃসন্তান থাকবে বলে বাইবেল ভবিষ্যদ্বাণী করছে?