৮. ১. ৬. ৬. পিতা বা মাতাকে আঘাত করা / ৮. ১. ৬. ৭. পিতা বা মাতাকে অসম্মান করে কথা বলা

৮. ১. ৬. ৬. পিতা বা মাতাকে আঘাত করা

‘‘পিতাকে বা মাতাকে যে আঘাত করবে তাকে অবশ্যই হত্যা করতে হবে।’’ (হিজরত/ যাত্রাপুস্তক ২১/১৫)

৮. ১. ৬. ৭. পিতা বা মাতাকে অসম্মান করে কথা বলা

‘‘যার কথায় মা-বাবার প্রতি অসম্মান থাকে তাকে অবশ্যই হত্যা করতে হবে।’’ (হিজরত ২১/১৭ ও লেবীয় ২০/৯)

‘‘যার কথায় পিতা কিংবা মায়ের প্রতি অশ্রদ্ধা থাকে ভীষণ অন্ধকারে তার জীবন-বাতি নিভে যাবে।’’ (মেসাল/হিতোপদেশ ২০/২০)