৮. ১. ৬. ২. যাজক, পাদরি বা ইমামের কথা না শোনা

পাদরি, যাজক বা ইমামের কথা না শুনলে তাকে অবশ্যই হত্যা করতে হবে। ‘‘যদি কোনো লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিংবা তোমাদের মাবুদ আল্লাহর খেদমতকারী সেই ইমামের (the priest যাজক/ পুরোহিতের) কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে।’’ (দ্বিতীয় বিবরণ ১৭/১২)