পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৮. ১. ৫. ১. পুরো জনপদকে পোড়ানো কোরবানি দেওয়া
যদি কোনো জনপদে কোনো একজনও দেবদেবীর পূজা করেছে বলে প্রমাণ হয় তবে উক্ত গ্রামের মানুষদেরকে হত্যা করে পুড়িয়ে ফেলতে হবে: ‘‘আর তা যদি সত্য বলে প্রমাণিত হয় যে, এই জঘন্য কাজ তোমাদের মধ্যে করা হয়েছে, তবে সেখানকার সব বাসিন্দাদের অবশ্যই হত্যা করতে হবে। সেই গ্রাম বা শহর এবং তার লোকজন ও পশুপাল তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। সেখানকার সব লুট করা জিনিস তোমরা শহর-চকের মাঝখানে নিয়ে গিয়ে সমস্ত জিনিস ও সেই গ্রাম বা শহর তোমরা তোমাদের মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর মত করে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেবে।’’ (দ্বিতীয় বিবরণ ১৩/১৪-১৬)