পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৬. ২. ১৭. মিকাহ নবীর উলঙ্গতা
পুরাতন নিয়মের সর্বশেষ নবীদের অন্যতম মীখা বা মিকাহ (Micah)। তাঁর সময়কাল ছিল আনুমানিক ৭৪০-৬৭০ খ্রিষ্টপূর্ব। ক্যাথলিক পুরাতন নিয়মের ৪৬ পুস্তকের মধ্যে ৪০ নং এবং প্রটেস্ট্যান্ট পুরাতন নিয়মের ৩৯ পুস্তকের মধ্যে ৩৩ নং পুস্তকটা এ নবীর নামে প্রচলিত।
মিকাহও যিহিস্কেলের মত উলঙ্গ হয়ে বিলাপ করতেন বলে তিনি জানিয়েছেন: ‘‘এইজন্য আমি কান্নাকাটি ও বিলাপ করব; আমি খালি পায়ে উলংগ হয়ে ঘুরে বেড়াব। আমি শিয়ালের ও পেঁচার ডাকের মত বিলাপ করব।’’ (মিকাহ ১/৮)