•     ঈশ্বর অবরাহামের সাক্ষাত দিলেন এবং তাঁর সাথে দুধ, মাংস ইত্যাদি পানাহার করলেন! ‘‘পরে সদাপ্রভু মমির    এলোন বনের নিকটে তাঁহাকে দর্শন দিলেন। .... ও তাঁহারা ভোজন করিলেন।’’ (আদিপুস্তক ১৮/১-৮)
  •     বাইবেলীয় ঈশ্বর ব্যভিচারের ব্যবস্থা করেন (২ শমূয়েল ১২/১১-১২)।
  •     বাইবলেীয় ঈশ্বর মানুষদেরকে তাঁর কথা শুনতে বাধা দেন (যিশাইয় ৬/১০; মথি ১৩/১৩-১৪; রোমীয় ৯/১৮)।
  •     বাইবেলীয় ঈশ্বর নিজেই মানুষকে প্ররোচনা দেন (যিরমিয় ২০/৭)।
  •     বাইবেলীয় ঈশ্বর অমঙ্গল ও অনিষ্ট সৃষ্টির জন্যও গৌরব করেন, যেমন মঙ্গল সৃষ্টির জন্য গৌরব করেন (যিশাইয় ৪৫/৭)।
  •     বাইবেলীয় ঈশ্বর শুধু শয়তানের সাথে বিতর্কে জিততে বা নিজের কথার সত্যতা প্রমাণ করতে তাঁর একজন পবিত্র সিদ্ধ ও সরল মানুষকে পরীক্ষার জন্য পরিবারসহ শয়তানের হাতে সমর্পণ করেন (ইয়োব ২/৬)। [1]
[1] http://infidels.org/library/modern/donald_morgan/flaws.html