পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
ষষ্ঠ অধ্যায় - ঈশ্বর ও নবীগণ বিষয়ক অশোভনীয়তা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৬.১.৩. একের অপরাধে অন্যের শাস্তির বাইবেলীয় বিবরণ / ৬. ১. ৩. ১. কয়েকজন মানুষের অপরাধে সকল সৃষ্টিকে হত্যা
ঈশ্বর নোহের ঘটনায় কতিপয় মানুষের পাপের অপরাধে বিশ্বের সকল সৃষ্টিকে হত্যা করলেন। (আদিপুস্তক ৭/২১-২৩) আর এ মহা হত্যাকাণ্ড একেবারেই অকারণ ও নিষ্ফল ছিল। কারণ এরপরেও মানুষ একইরূপ পাপাচারী রয়ে গেল।