পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
পঞ্চম অধ্যায় - বিকৃতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৫. ২. ৪. গণনাপুস্তকের উদ্ধৃতিতে পলের বিকৃতি
ইহুদিরা মোয়াবীয় নারীদের সাথে ব্যভিচার করেছিল। এজন্য ঈশ্বর তাদের মধ্যে মহামারি প্রেরণ করেন। এ বিষয়ে পল লেখেছেন: ‘‘আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক জেনা করেছিল এবং এক দিনে তেইশ সহস্র লোক মারা পড়েছিল, আমরা যেন তেমনি জেনা না করি।’’ (১ করিন্থীয় ১০/৮)
কিন্তু তৌরাত বলছে: ‘‘যারা ঐ মহামারীতে মারা গিয়েছিল, তারা সংখ্যায় চবিবশ হাজার।’’ (গণনাপুস্তক ২৫/৯)।
উভয় বর্ণনার মধ্যে মাত্র এক হাজারের পার্থক্য!