পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৯. ২৭. তোরাহ ও ব্যবস্থা দোষযুক্ত না দোষমুক্ত?

গীতসংহিতা ১৯/৭ ‘‘সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক।’’ এ থেকে জানা যায় যে, ব্যবস্থা, শরীয়ত, তৌরাত (Law/ Commandment) বা পুরাতন নিয়মের সকল বিধান সঠিক ও ফলদায়ক। কিন্তু এর বিপরীতে ইব্রীয়/ইবরানী ৭/১৮ থেকে এবং ৮/৭ থেকে জানা যায় যে, দুর্বল দোষযুক্ত ও নিষ্ফল: ‘‘কারণ এক দিকে আগের নিয়ম দুর্বল ও নিষ্ফল ছিল বলে তার লোপ হচ্ছে’’ (ইবরানী ৭/১৮, মো.-১৩)। পুনশ্চ: ‘‘কারণ ঐ প্রথম নিয়ম যদি নিখুঁত হত, তবে দ্বিতীয় এক নিয়মের প্রয়োজন হত না।’’। (ইবরানী ৮/৭, মো.-১৩)