উপরের বৈপরীত্যের সাথে সংশিস্নষ্ট আরেকটা বৈপরীত্য শিষ্যদের পবিত্র আত্মা লাভ করা। যোহন লেখেছেন যে, যীশু পুনরুত্থানের পরে প্রথম সাক্ষাতেই শিষ্যদেরকে পবিত্র আত্মা প্রদান করেন: ‘‘অতএব প্রভুকে দেখতে পেয়ে সাহাবীরা আনন্দিত হলেন। .... এই বলে তিনি তাঁদের উপর ফুঁ দিলেন, আর তাঁদেরকে বললেন, পাক-রূহ (পবিত্র আত্মা) গ্রহণ কর (he breathed on them, and saith unto them, Receive ye the Holy Ghost)।’’ (ইউহোন্না ২০/২০-২২, মো.-১৩)
এর বিপরীতে প্রেরিতদের কার্যবিবরণী থেকে আমরা দেখছি যে, পুনরুত্থানের পরে ৪০ দিন যীশু তাঁদের সাথে অবস্থান করেন। সে সময়ে তাঁরা পবিত্র আত্মা প্রাপ্ত হননি। বরং যীশু তাঁদের জানান যে, কিছু দিন পরে তাঁরা পবিত্র আত্মা লাভ করবেন। (প্রেরিত ১/৫, ৮) এরপর যীশু ঊর্ধ্বারোহণ করেন। যীশুর ঊর্ধ্বারোহণের পরে পঞ্চাশত্তমীর (Pentecos) দিনে তাঁরা পবিত্র আত্মা প্রাপ্ত হন। (প্রেরিত ২/১-৪)