পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৭. ৩. কবর তাদের সামনে খোলা হল না খোলাই ছিল?

পাঠক সম্ভবত অবাক বিস্ময়ে লক্ষ্য করেছেন যে, উপরের বক্তব্যগুলোতে এ বিষয়ে সাংঘর্ষিক বর্ণনা দেওয়া হয়েছে। মথি নিশ্চিত করেছেন যে, মহিলা দু’জন কবরে পৌঁছানোর পর ভীষণ ভূমিকম্প (great earthquake) হল, বেহেশত থেকে ফেরেশতা অবতরণ করলেন, এরপর তিনি তাদের সামনেই পাথরটা সরিয়ে তার উপর বসলেন। পক্ষান্তরে অন্য তিন ইঞ্জিলের লেখক নিশ্চিত করছেন যে, মহিলাটা বা মহিলারা সেখানে যাওয়ার আগেই পাথরটা সরানো ছিল এবং পাথরের উপরে কেউ বসে ছিল না।