পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ৫. ১৮. যীশুর জেরুজালেম যাত্রার বর্ণনায় বৈপরীত্য

মথি ২০ ও ২১ অধ্যায় থেকে জানা যায় যে, যীশু যিরীহো বা জেরিকো (Jericho) থেকে যাত্রা শুরু করে জেরুজালেমে আগমন করেন (মথি ২০/২৯-৪১; ২১/১-১০)। পক্ষান্তরে যোহন/ ইউহোন্না ১১ ও ১২ অধ্যায় থেকে জানা যায় যে, যীশু ইফ্রয়িম/ আফরাহীম (Ephraim) নামক নগর থেকে যাত্রা শুরু করেন। সেখান থেকে বৈথনিয়াতে (Bethany) গমন করেন এবং সেখানে রাত্রি যাপন করেন। অতঃপর তিনি জেরুজালেমে আগমন করেন (যোহন/ ইউহোন্না: ১১/৫৪, ১২/১ ও ১২)।