পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ২. ৩১. গণনা পুস্তকের সাথে যিহিস্কেলের বৈপরীত্য
প্রটেস্ট্যান্ট বাইবেলের ২৬ নং এবং ক্যাথলিক বাইবেলের ৩৩ নং পুস্তক Ezekiel। কেরির বাংলায় যিহিষ্কেল, কিতাবুল মোকাদ্দসের বাংলায় ইহিস্কেল এবং জুবিলী বাইবেলে এজেকিয়েল। পবিত্র বাইবেল ২০০০, কিতাবুল মোকাদ্দস ইত্যাদিতে পুস্তকটা ২৬ নং। জুবিলী বাইবেলে তা ৩৩ নং পুস্তক। যদি কেউ এ পুস্তকের ৪৫ ও ৪৬ অধ্যায়দ্বয়ের সাথে গণনা পুস্তকের ২৮ ও ২৯ অধ্যায়দ্বয়ের তুলনা করেন তাহলে দেখবেন যে উভয় গ্রন্থের বিষয়বস্ত্ত এক, তবে প্রদত্ত বিধানাবলি সুস্পষ্টরূপে পরস্পর বিরোধী।