পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
৩. ২. ২৬. শলোমনের প্রধান অধ্যক্ষ কত জন ছিলেন?

শলোমনের প্রধান অধ্যক্ষদের সংখ্যায় রাজাবলি/ বাদশাহনামা ও বংশাবলি/ খান্দাননামা সাংঘর্ষিক তথ্য দিয়েছে: ৫৫০ অথবা ২৫০!

১ বাদশাহনামা/ রাজাবলি ৯/২৩: ‘‘তাদের মধ্যে হতে পাঁচশত পঞ্চাশ জন সোলায়মানের কাজে নিযু্ক্ত প্রধান নেতা (chief of the officers) ছিল; তারা কর্মরত লোকদের উপর কর্তৃত্ব করতো (bare rule over the people)। (মো.-১৩)

এর বিপরীতে ২ বংশাবলি/ খান্দাননামা ৮/১০: ‘‘আর তাদের মধ্যে বাদশাহ সোলায়মানের নিযুক্ত দুই শত পঞ্চাশ জন প্রধান নেতা (chief of king Solomon’s officers) লোকদের উপর কর্তৃত্ব করতো (bare rule over the people)। (মো.-১৩)