পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা
প্রথম অধ্যায় - বাইবেল পরিচিতি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.) ১ টি
১. ৫. ৪. ১১. ওয়র্শিপ অর্থ কদমবুসি
যীশু বলেছেন যে, ইহুদিদেরকে তিনি খ্রিষ্টানদের সামনে নত করাবেন এবং ইহুদিরা খ্রিষ্টানদের পায়ে পড়ে ‘ইবাদত’ (worship) করবে। প্রকাশিত বাক্য ৩/৯: ‘‘I will make them of the synagogue of Satan, which say they are Jews, and are not, but do lie; behold, I will make them to come and worship before thy feet: যারা নিজেদেরকে ইহুদি বলে অথচ ইহুদি নয়, শয়তানের দলের (শয়তানের সিনাগগের) সেই মিথ্যাবাদী লোকদের আমি তোমার কাছে আনব যেন তারা তোমার পায়ে পড়ে ইবাদত করে।’’
‘‘worship before thy feet: তারা তোমার পায়ে পড়ে ইবাদত করবে’’ কথাটার অনুবাদ কেরি: ‘‘তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করাইয়া প্রণিপাত করাইব।’’ জুবিলী বাইবেল: ‘‘ওদের এনে আমি তোমার পায়ের সামনে প্রণিপাত করতে বাধ্য করব।’’ কি. মো. ‘‘তোমার পায়ের কাছে কদমবুসি করাব’’।