মানহাজ (আল-আজবিবাতুল মুফীদাহ)
নিত্য নতুন মানহাজ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উপকারী জবাব শাইখ ড. ছলিহ ইবনে ফাওযান আল ফাওযান ১ টি
প্রশ্ন-১০৯ : আহলুস সুন্নাহ ওয়াল জামাত (أهل السنّة والجماعة) কে এ নামে নামকরণ করার কারণ কী?
উত্তর : আহলুস সুন্না্হ নামকরণ করার কারণ হলো তারা সুন্নাহর উপর আমল করেন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন।
আর জামাত বলে নামকরণ করার কারণ হলো, তারা সংঘবদ্ধ। তারা পরস্পরে বিচ্ছিন্ন বা বিভক্ত নয়। তাদের মানহাজ এক অবিচ্ছিন্ন আর তাহলো আল কিতাব ও সুন্নাহ। তারা হকের উপর ঐক্যবদ্ধ থাকে। তারা এক ইমামের অধীনে ঐক্যবদ্ধ থাকে। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেক সদস্য পরস্পর ঐক্য-সংহতি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে।