উত্তর : ইলম হলো: নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করা এবং তার মর্ম অনুধাবন করা। শুধু নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করাই যথেষ্ট নয়। মানুষের নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করার সাথে সাথে তার সঠিক অর্থ শিক্ষা লাভ করা অত্যাবশ্যক। অর্থ অনুধাবন ব্যতিরেকে শুধু নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করণ দ্বারা আল্লাহর পথের দাঈ হওয়ার যোগ্যতা অর্জন করা যায় না।
রইল মাদরাসার বিষয়টি। মাদরাসা পাঠ্য তালিকায় যদি নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করন ও তার অর্থ অনুধাবন উভয়ই অন্তর্ভুক্ত থাকে তাহলে তা দাওয়াহ ইলাল্লাহর জন্য যথেষ্ট। (কিন্তু) যদি মাদরাসায় অর্থ ছাড়াই শুধু নছ (কুরআন-হাদীছের ভাষ্য) মুখস্থ করানো হয় তাহলে এর দ্বারা দাওয়াহ ইলাল্লাহর কোনোই যোগ্যতা অর্জিত হবে না। তবে এমতাবস্থায় সম্ভব হলে সাধারণ মানুষকে অর্থ ও ব্যাখ্যা ছাড়া শুধুই পড়াতে, শোনাতে ও মুখস্থ করাতে পারবে।