১.১২ নিফাস - ১৩৩. নিফাস কী?
সন্তান প্রসবের পর জরায়ু থেকে নির্গত হওয়া রক্তকে নিফাস বলে। তবে এ ধরনের রক্ত আসা সন্তান জন্মগ্রহণের দু'একদিন পূর্বেও শুরু হতে পারে। যখন থেকে এ রক্ত নির্গত হতে আরম্ভ হবে তখন থেকেই নিফাসের পিরিয়ড শুরু হয়েছে বলে গণ্য হবে। আর হায়েযের মতোই নিফাস চলাকালীন সময়ে নামায ও রোযা কিছুই করতে হয় না।