পিরিয়ড শেষ হলে গোসল ফরয হয় হায়েযের রক্ত প্রবাহ যখনই বন্ধ হবে তখনই মেয়েদের গোসল ফরয হবে। এ ফরয গোসল সম্পন্ন করার জন্য চুল পরিমাণ জায়গা শুকনো রাখা যাবে না। সারা শরীরে ভালোভাবে পানি পৌছাতে হবে। এমনকি চুলের গোড়াতেও। তবে মাথার চুল কোথাও শুকনো থাকলে সমস্যা নেই। মেয়েদের চুল ভেজানো জরুরি নয়। ফরয হলো দেহের সর্বাঙ্গ ধৌত করা। এতে ব্যত্যয় ঘটলে নামায রোযা কিছুই শুদ্ধ হবে না।