৮৪. নখ পলিশ থাকলে কি ওযু হবে?
নখ পালিশ বা গাঢ় রঙের কোন কিছু ওযুর অঙ্গে থাকলে তা উঠিয়ে না ফেলা পর্যন্ত ওযু হবে না। তবে মেহেদীর রঙে কোন সমস্যা নেই। উল্লেখ্য, ওযুর অঙ্গে নখ পরিমাণ কোন জায়গাও শুকনো থাকলে ওযু হবে না। আর ওযু না হলে নামাযও হবে না, কাবাঘরে তাওয়াফও হবে না।