৭৫. কী কী কাজ ওযু ছাড়া করা জায়েয?
যেসব কাজের পূর্বে ওযূ করা মুস্তাহাব বা সুন্নাত এমন সব কাজ ওযু ছাড়াও করা জায়েয। তাছাড়া- ১. মসজিদে ঢুকা, ২. পশু জবাই করা, ৩. ওয়ায নসীহত করা ও ৪. হাদীসের গ্রন্থ। স্পর্শ করা ও তা পড়া।