১৩. কোন ধরনের পানিকে ‘পবিত্র পানি’ বলা হয়।
যে পানি নিজেও পবিত্র এবং অন্য কিছুকেও নাপাকি থেকে পবিত্র করে তাকে বলা হয় ‘পবিত্র পানি'। আরবী পরিভাষায় এমন পানিকে বলা হয়, ---- : পবিত্র পানির উৎস হলো- টিউবওয়েল, কূপ, নদী, খাল, বিল, পুকুর, সাগর, বৃষ্টি, ঝরনা, বরফগলা ও প্রবহমান পানি। এসব পানি দ্বারা ওযূ গোসল করা, কাপড়-চোপড় ধৌত করা ও পাক-পবিত্র হওয়া জায়েয; অপবিত্র পানি দ্বারা নয়। তাছাড়া চা, ফলের শরবত, পেট্রল, তৈল বা অন্য কোন তরল পদার্থ দ্বারা ওযূ গোসল জায়েয নেই।