অশুভ মরণের লক্ষণ  
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        কিছু লক্ষণ এমন আছে যাতে বুঝা যায় যে, মওতার মওত শুভ নয়। যেমন শির্ক, কুফরী, কাবীরা গোনাহ ও বিভিন্ন অসৎকর্ম করা অবস্থায় মরণ অশুভ মরণের লক্ষণ। এ ছাড়া জান কবজের পর কুঞ্চিত হয়ে যাওয়া, চেহারা কৃষ্ণবর্ণ বা বিবর্ণ হয়ে যাওয়া, মালাকুল মাওতের নিকট থেকে আল্লাহর ক্রোধের কথা শুনে মাইয়্যেতের চেহারায় অসন্তুষ্টি ও ঘাবড়ে যাওয়ার স্পষ্ট ছাপ পড়ে যাওয়া, চেহারার সাথে সারা দেহ কালো হয়ে যাওয়া প্রভৃতি অশুভ মরণের লক্ষণ ধরা যায়। আর সকলের ঠিকানা আল্লাহই অধিক জানেন। (দেখুন, আলবিজাযাহ ৫০ পৃঃ)
  
           
      
    দেখানো হচ্ছেঃ  ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে