মেঘ গর্জন কালে
কথাবার্তা ছেড়ে এই দুআ পঠনীয়--
سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ
উচ্চারণঃ সুবহা-নাল্লাযী য়্যুসাব্বিহুর রা’দু বিহামদিহী অলমালা-ইকা মিন খীফাতিহ।
অর্থঃ আমি তার পবিত্রতা বর্ণনা করি যার ভয়ে মেঘনাদ ও ফিরিশতাবর্গ তাঁর সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। (মুঅত্তা’ ২৯৯২)
এখানে ‘লা তাক্বতুলনা বিগাযাবিকা’ এর হাদীসটি যয়ীফ। (যঈফ তিরমিযী ৪৯ পৃঃ)
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে