১২। নেক আমল করতে ও নেককার হতে সাহায্য চাইতেঃ
رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ
“রাব্বি আউযি’নী আন আশকুরা নি’মাতাকাল্লাতী আন্আমতা আলাইয়া অআলা ওয়ালিদাইয়্যা অআন আ’মালা স্বা-লিহান তারয্বা-হ, অআদখিলনী বিরাহমাতিকা ফী ইবাদিকাস স্বা-লিহীন।”
অর্থঃ হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি -- আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ, তার জন্য এবং যাতে আমি তোমার পছন্দমত সৎকাজ করতে পারি। আর তুমি নিজ করুণায় আমাকে তোমার সৎকর্মপরায়ণ দাসদের শ্রেণীভুক্ত করে। নাও। (নামলঃ ১৯)