৪। দুআ ও আমল মঞ্জুর করতে আবেদন জানাতেঃ
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
“রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামীউল আলীম।”
অর্থঃ হে আমাদের প্রতিপালক! আমাদের নিকট থেকে (এই কাজ) গ্রহণ কর, নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। (বাক্বারাহঃ ১২৭)।