২৭৮. কোন বাচ্চা মায়ের পেটেই মারা যাওয়ার পরও তাকে কারোর সম্পদের ওয়ারিশ বানানো

জাবির বিন্ আব্দুল্লাহ্ ও মিস্ওয়ার্ বিন্ মাখরামাহ্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لَا يَرِثُ الصَّبِيُّ حَتَّى يَسْتَهِلَّ صَارِخًا ، قَالَ: وَاسْتِهْلَالُهُ : أَنْ يَبْكِيَ وَيَصِيحَ أَوْ يَعْطِسَ

‘‘কোন বাচ্চা কারোর সম্পদের ওয়ারিশ হবে না যতক্ষণ না সে মায়ের পেট থেকে বের হওয়ার পর কোন ধরনের আওয়াজ করে। কোন ধরনের আওয়াজ দেয়া মানে, চাই সে ভূমিষ্ঠ হওয়ার পর কান্না করুক, চিৎকার কিংবা হাঁচি দিক’’।[1]

[1] (ইবনু মাজাহ্, হাদীস ২৮০০)