কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৭৭. কোন মালের উপর এক বছর অতিবাহিত হতে না হতেই উক্ত মালের মালিককে তা থেকে যাকাত দিতে বাধ্য করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ’আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূল (সা.) কে বলতে শুনেছি তিনি বলেন:
لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْـحَوْلُ
‘‘কোন মালে যাকাত আসবে না যতক্ষণ না তার উপর পুরাপুরিভাবে একটি বছর অতিবাহিত হয়’’।[1]
              [1] (ইবনু মাজাহ্, হাদীস ১৮১৯)