কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
২৬৪. যে কোন ব্যাপার নিয়ে মসজিদে বাজারের ন্যায় ঝগড়া-বিবাদ করা
আব্দুল্লাহ্ বিন্ মাস্’উদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
وَلاَ تَخْتَلِفُوْا فَتَخْتَلِفَ قُلُوْبُكُمْ ، وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الأَسْوَاقِ
‘‘তোমরা বিভেদ করো না তা হলে তোমাদের অন্তরে ভিন্নতা সৃষ্টি হবে। আর তোমরা মসজিদে বাজারের ন্যায় কোলাহল ও দ্বন্দ্ব-বিরোধ থেকে দূরে থাকবে’’।[1]
[1] (মুসলিম, হাদীস ৪৩২ আবু দাউদ, হাদীস ৬৭৫)