কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ২৬৫. পুরো কিংবা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা-ঘাটে চলাফেরা করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        মিস্ওয়ার বিন্ মাখরামাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: একদা আমি একটি বড়ো পাথর বহন করছিলাম। এমতাবস্থায় চলতে চলতে আমার পরনের কাপড়টি খুলে গেলো। তখন রাসূল (সা.) আমাকে উদ্দেশ্য করে বললেন:
خُذْ عَلَيْكَ ثَوْبَكَ ، وَلاَ تَمْشُوْا عُرَاةً
‘‘তুমি তোমার (খুলে যাওয়া) কাপড়টি পরে নাও। উলঙ্গ হয়ে চলো না’’।[1]
>
              [1] (আবু দাউদ, হাদীস ৪০১৫)