কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
১৯৮. রাত্রি বেলায় কারোর একাকী সফর করা
আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِيْ الْوَحْدَةِ مَا أَعْلَمُ ، مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ
‘‘যদি মানুষ জানতো একাকিত্বের কি ক্ষতি যা আমি জানি তা হলে কোন আরোহী মাত্রই রাত্রি বেলায় একাকী ভ্রমণ করতো না’’।[1]
>
[1] (বুখারী, হাদীস ২৯৯৮)