১৯৭. নামাযরত অবস্থায় এদিক ওদিক তাকানো:

আয়িশা (রাযিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূল (সা.) কে নামাযরত অবস্থায় এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন:

هُوَ اخْتِلاَسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاَةِ أَحَدِكُمْ

‘‘তা হচ্ছে শয়তানের ছোঁ। যার মাধ্যমে সে তোমাদের কারোর নামাযের মনোযোগিতা ছিনিয়ে নেয়’’।[1]

>
[1] (বুখারী, হাদীস ৭৫১, ৩২৯১)