কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৯৬. মসজিদে দেরিতে এসেও পুনরায় মানুষের ঘাড় টপকিয়ে ইমামের নিকটবর্তী হওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ বুসর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
جَاءَ رَجُلٌ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ وَرَسُوْلُ اللهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ ، فَقَالَ لَهُ : اِجْلِسْ فَقَدْ آذَيْتَ وَآنَيْتَ
‘‘রাসূল (সা.) খুতবা দিচ্ছিলেন এমতাবস্থায় জনৈক ব্যক্তি মানুষের ঘাড় টপকিয়ে তাঁর দিকে অগ্রসর হচ্ছে দেখে তিনি তাকে বললেনঃ বসো। তুমি এমনিতেই মসজিদে দেরি করে এসেছো। আবারো মানুষকে কষ্ট দিচ্ছো’’।[1]
>
              [1] (ইবনু খুযাইমাহ্, হাদীস ১৮১১)