কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী ১ টি
১৩৯. দাড়ি না আঁচড়িয়ে তাতে গিরা ফেলে দেয়া কিংবা গলায় ধনুকের সুতা ঝুলানো
রুওয়াইফি’ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) একদা আমাকে বললেন:
يَا رُوَيْفِعُ ! لَعَـلَّ الْحَيَاةَ سَتَطُوْلُ بِكَ بَعْـدِيْ ، فَأَخْبِرِ النَّاسَ أَنَّهُ مَنْ عَقَدَ لِحْيَتَهُ أَوْ تَقَلَّدَ وَتَرًا ، أَوِ اسْتَنْجَى بِرَجِيْعِ دَابَّةٍ أَوْ عَظْمٍ ؛ فَإِنَّ مُحَمَّدًا مِنْهُ بَرِيْءٌ
‘‘হে রুওয়াইফি’! হয়তো বা তুমি আমার মৃত্যুর পর বেশ কিছু দিন বেঁচে থাকবে। সুতরাং তুমি মানুষের নিকট এ সংবাদ পৌঁছিয়ে দিবে যে, যে ব্যক্তি নিজ দাড়ি না আঁচড়িয়ে তাতে গিরা ফেলে দেয়, নিজ গলায় ধনুকের সুতা ঝুলায় অথবা কোন পশুর মল কিংবা হাড় দিয়ে ইস্তিঞ্জা করে তা হলে আমি মুহাম্মাদের সাথে তার কোন সম্পর্ক থাকবে না’’।[1]
[1] (আবু দাউদ, হাদীস ৩৬)