কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১৩৮. হজ্জের পর আল্লাহ্ তা’আলার সম্মানিত ঘরের বিদায়ী তাওয়াফ না করে নিজ এলাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        আব্দুল্লাহ্ বিন্ ’আব্বাস্ (রাযিয়াল্লাহু ’আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَنْفِرَنَّ أَحَدٌ حَتَّى يَكُوْنَ آخِرَ عَهْدِهِ الطَّوَافُ بِالْبَيْتِ
‘‘কোন ব্যক্তি নিজ এলাকার উদ্দেশ্যে রওয়ানা হবে না যতক্ষণ না তার শেষ সাক্ষাৎ আল্লাহ্ তা’আলার ঘরের সাথে তথা তওয়াফ করে হয়’’।[1]
>
              [1] (মুসলিম, হাদীস ১৩২৭ আবু দাউদ, হাদীস ২০০২ ইবনু মাজাহ্’ হাদীস ৩১২৬)