১০৯. কোন হারাম বস্ত্ত কিংবা হারাম কাজকে সম্মানসূচক শব্দে উচ্চারণ করা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ يَقُوْلَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ : الْكَرْمَ ، إِنَّمَا الْكَـرْمُ الرَّجُلُ الْـمُسْلِمُ ، وَفِيْ رِوَايَةٍ : قَلْبُ الْـمُؤْمِنِ

‘‘তোমাদের কেউ আঙ্গুরকে ’’কার্ম’’ তথা তার সুরা পানকারীর মাঝে দানশীলতা সৃষ্টিকারী বলে আখ্যায়িত করো না। কারণ, দানশীল তো হবে মূলতঃ একজন মুসলমানই। অন্য বর্ণনায় রয়েছে, দানশীলতার গুণ তো স্বভাবত একজন মু’মিনের অন্তরেই লুক্বায়িত থাকে’’।[1]

ওয়া’ইল্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

لاَ تَقُوْلُوْا : الْكَرْمُ ، وَلَكِنْ قُوْلُوْا : الْعِنَبُ وَالْـحَبْلَةُ

‘‘তোমরা আঙ্গুরকে ‘‘কার্ম’’ তথা তার সুরা পানকারীর মাঝে দানশীলতা সৃষ্টিকারী বলে আখ্যায়িত করো না। বরং আঙ্গুরকে ‘‘ইনাব’’ অথবা ‘‘হাব্লাহ্’’ তথা আঙ্গুরই বলবে।[2]

>
[1] (মুসলিম, হাদীস ২২৪৭)

[2] (মুসলিম, হাদীস ২২৪৮)