কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ১০৮. কারোর কোন ফলগাছের ফল গাছ থেকে ছিঁড়ে খেলেও তাতে কারোর হাত কাটা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        রা’ফি’ বিন্ খাদীজ ও আবু হুরাইরাহ্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ قَطْعَ فِيْ ثَمَرٍ وَلاَ كَثَرٍ
‘‘কেউ কারোর ফলগাছের ফল গাছ থেকে ছিঁড়ে খেলে অথবা কারোর খেজুর গাছের মাথি-মজ্জা খেয়ে ফেললে তার হাত কাটা হবে না’’।[1]
>
              [1] (আবু দাউদ, হাদীস ৪৩৮৮ তিরমিযী, হাদীস ১৪৪৯ ইবনু মাজাহ্, হাদীস ২৬৪২, ২৬৪৩ ইবনু হিববান, হাদীস ১৫০৫ নাসায়ী ৮/৮৮ আহমাদ্ ৩/৪৬৩)