কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড
        
         কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ    মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী   ১  টি 
     ৭২. যে কোন দন্ডবিধি মসজিদে প্রয়োগ করা 
          
            
            
   
          
    
            
              
                
              
            
           
        
     
        ’আব্দুল্লাহ্ বিন্ ’আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ تُقَامُ الْـحُدُوْدُ فِيْ الْـمَسَاجِدِ
‘‘মসজিদে কোন দন্ডবিধি কায়েম করা যাবে না’’।[1]
’হাকীম বিন্ ’হিযাম (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُّسْتَقَادَ فِيْ الْـمَسْجِدِ ، وَأَنْ تُنْشَدَ فِيْهِ الْأَشْعَارُ ، وَأَنْ تُقَامَ فِيْهِ الْـحُدُوْدُ
‘‘রাসূল (সা.) মসজিদে কারোর থেকে প্রতিশোধ নিতে, কবিতা আবৃত্তি করতে ও দন্ডবিধি কায়েম করতে নিষেধ করেছেন’’।[2]
>
              [1] (ইবনু মাজাহ্, হাদীস ২৬৪৮)
[2] (আবু দাউদ, হাদীস ৪৪৯০)
                      
        [2] (আবু দাউদ, হাদীস ৪৪৯০)