৭১. মুখ ঢেকে অথবা গায়ের চাদরখানা দু’ দিকে লটকিয়ে রেখে স্বালাত্ আদায় করা

আবু হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:

نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّدَلِ فِيْ الصَّلاَةِ وَأَنْ يُغَطِّيَ الرَّجُلُ فَاهُ

‘‘রাসূল (সা.) মুখ ঢেকে এবং গায়ের চাদরখানা দু’ দিকে লটকিয়ে রেখে স্বালাত্ আদায় করতে নিষেধ করেছেন’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৬৪৩)